করোনা : মৃত্যুর রাশ টানা যাচ্ছে না, আক্রান্ত বাড়ছেই

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৪ জুলাই, শনিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৮১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ২৯ হাজার ১২৭ জন ইতোমধ্যে মারা গেছেন।

করোনা : মৃত্যুর রাশ টানা যাচ্ছে না, আক্রান্ত বাড়ছেই

এএনবি ঃ বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুই লক্ষাধিক। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখের কাছাকাছি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৪ জুলাই, শনিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৮১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ২৯ হাজার ১২৭ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে ৬২ লাখ ৯৭ হাজার ৫৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ লাখ ৬৪ হাজার ৫৮৩ জন, যাদের মধ্যে ৫৮ হাজার ৮৩৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২৮ লাখ ৯০ হাজার ৫৮৮ জন এবং ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ লাখ ৪৩ হাজার ৩৪১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় ৬ লাখ ৬৭ হাজার ৮৮৩ জন (তৃতীয়), ভারতে ৬ লাখ ৪৯ হাজার ৮৮৯ জন (চতুর্থ) এবং স্পেনে ২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন এতে আক্রান্ত হয়েছেন।

এছাড়া শীর্ষ দশে রয়েছে যথাক্রমে- পেরু (২ লাখ ৮৫ হাজার ৫৯৯ জন), চিলি (২ লাখ ৮৮ হাজার ৮৯ জন), যুক্তরাজ্য (২ লাখ ৮৪ হাজার ২৭৬  জন), মেক্সিকো (২ লাখ ৪৫ হাজার ২৫১  জন) ও ইতালি (২ লাখ ৪১ হাজার ১৮৩ জন)।

মৃতের হিসেবেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ১০১ জনের প্রাণ কেড়েছে কোভিড-১০। এছাড়া ব্রাজিলে ৬৩ হাজার ২৫৪ জন (দ্বিতীয়), যুক্তরাজ্যে ৪৪ হাজার ১৩১ জন (তৃতীয়), ইতালিতে ৩৪ হাজার ৮৩৩ জন (চতুর্থ) ও ফ্রান্সে ২৯ হাজার ৮৯৩ জন (পঞ্চম) মারা গেছেন।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো-  মেক্সিকো (২৯ হাজার ৮৪৩ জন), স্পেন (২৮ হাজার ৩৮৫ জন), ভারত (১৮ হাজার ৬৬৯ জন), ইরান (১১ হাজার ২৬০ জন) ও পেরু (১০ হাজার ২২৬ জন)।

এছাড়া রাশিয়ায় ৯ হাজার ৮৫৯ জন, বেলজিয়ামে ৯ হাজার ৭৫৬ জন, জার্মানিতে ৯ হাজার ৭৩ জন, কানাডায় ৮ হাজার ৬৬৪ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১১৩ জন, চিলিতে ৬ হাজার ৫১ জন, সুইডেনে ৫ হাজার ৪২০ জন, তুরস্কে ৫ হাজার ১৮৬ জন, ইকুয়েডরে ৪ হাজার ৭০০ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, পাকিস্তানে ৪ হাজার ৫৫১ জন, কলম্বিয়ায় ৩ হাজার ৭৭৭ জন, মিসরে ৩ হাজার ২০১ জন, ইন্দোনেশিয়ায় ৩ হাজার ৩৬ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।